থরগাল নক্ষত্রের সন্তান, ইস্যু-১, পর্ব-২।। Thorgal comics in begali
থরগাল নক্ষত্রের সন্তান (thorgal child of the star) থরগাল সিরিজের প্রথম ইস্যু। তারপরে একে একে থরগালের বহু ইস্যু বের হয় । এটি ইউরোপে জনপ্রিয় কমিক্স গুলোর একটি।
থরগাল মূলত একটি ফ্রাঙ্কিশ-বেলজিয়ান ভিত্তিক একটি কমিক্স সিরিজ। যার যাত্রা শুরু হয় বেলজিয়ান লেখক ভ্যান হামে এবং পোলিশ চিত্র শিল্পি রসিনস্কির হাত ধরে ।
১৯৭৭ সালে প্রথম কমিক্সটির প্রকাশ পায় টিনটিন কমিক্সের মাধ্যমে এর পরে জনপ্রিয়তা বৃদ্ধি পেলে ১৯৮০ সাল থেকে এই কমিক্সটি সিরিজ আকারে প্রকাশিত হয়। কমিক্সটি সমালোচকদের দ্বারাও অনেক প্রশংসা কুড়িয়েছিলো। ইংরেজি, ফ্রাঙ্কিশ, তামিল, ইতালীয়, পোলিশ, স্প্যানিশ বিভিন্ন ভাষায় প্রকাশিত হলেও বাংলায় এর আগে হয়তোবা কেউ প্রকাশ করেনি। তাই বাংলা ভাষাভাষীদের মধ্যে এই কমিক্সটি জনপ্রিয় করতে আমার এই ক্ষুদ্র প্রয়াস।
জনরা বলতে গেলে যারা ভাইকিংদের কাহিনী ভালোবাসেন বা ফ্যান্টাসি, জাদু, নর্স মিথলজী ভালোবাসেন তাদের জন্য এই কমিক্সটি বেস্ট।
থরগালের প্রথম ইস্যুর দ্বিতীয় পর্বের পিডিএফ ডাউনলোড করতে Download pdf বাটনে ক্লিক করুন-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন