কমিক্স বলতে অনেকে মারবেল বা ডিসির কমিক্স গুলোই বুঝেন। কিন্তু এই মারবেল বা ডিসির বাইরে কমিক্সের অন্য আরেকটা জগৎ আছে সেই জগৎ এ সেরার মুকুট এখনো ধরে রেখেছে অ্যাসটেরিক্স কমিক্স।
ইউদেরজো এবং গোসেনির আবিস্কার এই কমিক্স ইউরোপ ছাড়িয়ে পুরো বিশ্বের কমিক্স পাঠকদের মন জয় করে নিয়েছে। বাংলাদেশ বা ইন্ডিয়াতে এর এই কমিক্স পাঠক সংখ্যা নেহাতই কম হবে না। এখন পর্যন্ত এই কমিক্স বিশ্বের প্রায় ১১১ টি ভাষায় অনুবাদ হয়েছে।
এই কমিক্স ১৯৫৯ সালে সর্বপ্রথম পিলট নামের একটি পত্রিকায় প্রকাশিত হয়। গোসেনির মৃত্যুর পর ইউদেরজো একাই এখন এই কমিক্স প্রকাশের দায়িত্ব নিয়েছেন। এখন পর্যন্ত এর ৩৭টি কপি বের হয়েছে।
ধন্যবাদ জানাই
উত্তরমুছুনwonderful was waiting for this
উত্তরমুছুন