বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

অ্যাসটেরিক্স এবং পড়ন্ত আকাশ ।। Asterix and the fallen sky in bangla

 

অ্যাসটেরিক্স এবং পড়ন্ত আকাশ ।। Asterix and the fallen sky in bangla

কমিক্স বলতে অনেকে মারবেল বা ডিসির কমিক্স গুলোই বুঝেন। কিন্তু এই মারবেল বা ডিসির বাইরে কমিক্সের অন্য আরেকটা জগৎ আছে সেই জগৎ এ সেরার মুকুট এখনো ধরে রেখেছে অ্যাসটেরিক্স কমিক্স। 

ইউদেরজো এবং গোসেনির আবিস্কার এই কমিক্স ইউরোপ ছাড়িয়ে পুরো বিশ্বের কমিক্স পাঠকদের মন জয় করে নিয়েছে। বাংলাদেশ বা ইন্ডিয়াতে এর এই কমিক্স পাঠক সংখ্যা নেহাতই কম হবে না। এখন পর্যন্ত এই কমিক্স বিশ্বের প্রায় ১১১ টি ভাষায় অনুবাদ হয়েছে।

এই কমিক্স ১৯৫৯ সালে সর্বপ্রথম পিলট নামের একটি পত্রিকায় প্রকাশিত হয়। গোসেনির মৃত্যুর পর ইউদেরজো একাই এখন এই কমিক্স প্রকাশের দায়িত্ব নিয়েছেন। এখন পর্যন্ত এর ৩৭টি কপি বের হয়েছে।


Download pdf


২টি মন্তব্য:

Comments

  • ZADTEXT"ধন্যবাদ জানানোর জন্য এত কিছু জানা ছিলো না।"
  • Banglamax"থরগলের এই ইস‍্যুটি থরগল সিরিজের সম্ভবত সপ্তম ইস‍্য..."
  • pritam"wonderful was waiting for this "
  • Anonymous"ধন্যবাদ জানাই"

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *