বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

ওমপা-পা এবং দুই মাথার ভাই (ইস্যু-১)।। Ompa-pa Bangla comics

 

ওপা-পা এবং দুই মাথার ভাই (ইস্যু-১)

ইউদেরজো এবং রনে গোসিনিকে চিনে না এমন কমিক্স পাঠক হয়তো খুঁজে পাওয়াই যাবেনা । কারন তাদের তৈরি অ্যাসটেরিক্স এতটাই জনপ্রিয়  যে বাংলাদেশেও এর ফ্যান সংখ্যা নেহাত কম হবে না। অ্যাসটেরিক্সের বাইরেও তাদের আরেকটা বিখ্যাত কমিক্স আছে তা হলো ওমপা-পা। হয়তো আমরা এর সাথে পরিচিত না কারন এর আগে এটার কোন সংখ্যাই বাংলায় অনুবাদ হয়নি।

ওমপা-একটি ফরাসী কমিক্স এটি সর্বপ্রথম ১৯৫৮ সালে টিনটিন (হ্যাঁ আপনার জানা সেই বিখ্যাত টিনটিন) ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিলো। তো ওমপা-পা কমিক্সের মূল ক্যারেক্টারে যে রয়েছে তার নামই হলো ওমপা-পা। সে একজন রেড ইন্ডিয়ান শক্তিশালী যুবক।  এই সংখ্যায় আমরা দেখতে পাবো ওমপা-সাথে একজন ব্রিট্রিশ সৈন্যের বন্ধুত্ব গড়ে উঠার কাহিনী।


 পিডিএফ ডাউনলোড করুন

 download pdf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments

  • ZADTEXT"ধন্যবাদ জানানোর জন্য এত কিছু জানা ছিলো না।"
  • Banglamax"থরগলের এই ইস‍্যুটি থরগল সিরিজের সম্ভবত সপ্তম ইস‍্য..."
  • pritam"wonderful was waiting for this "
  • Anonymous"ধন্যবাদ জানাই"

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *